Sunday, December 26, 2010

ডিজিটাল বাংলাদেশ

২০২১ সালের মধ্যে " ডিজিটাল বাংলাদেশ " প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বেকার মুক্ত স্বনির্ভর বাংলাদেশ গড়া৷ প্রযুক্তির কাধে ভর করে এগিয়ে যাচ্ছে পৃথিবী আর এই গতির সাথে তাল মিলিয়ে চলার জন্য চলছে নানা রকম প্রকৃয়া৷ তারই ধারাবাহিকতায় " গ্লোবাল কম্পিউটার একাডেমী " দীর্ঘ দিনের নিরলস শ্রমের মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহার করে বেকার সমস্যা দুর করার বাস্তব সম্মত প্রকল্প তৈরি করেছে যার নাম "অনলাইন আর্নিং প্রোগ্রাম "বর্তমানে অনলাইন থেকে আয় একটি জনপ্রিয় মাধ্যম আমরা অনেক মূল্যবান সময় অযথাই ব্যয় করি৷ অনলাইনে, এ সময়টিকে যদি অর্থপূর্ন উদ্দেশ্যে কাজে লাগাতে চাই তবে নিজেদের যেমন একটি ভাল অংকের অর্থের সংস্থান হয় একই সময়ে দেশের অর্থনীতিতে আমরা অবদান রাখতে পারি৷ দিনে যদি আমরা নিয়মিত ভাবে ৩-৪ ঘন্টা অনলাইনে সময় দিতে পারি তাহলে খুব সহজেই ৩০০-৪০০ ডলার আয় করা সম্ভব৷ অনলাইন থেকে আয়ের মূল মাধ্যম গুলোঃ- পিপিসি (এ্যাডসেন্স, এ্যাড ব্রাইট, বিডভার্টাইজার ইত্যাদি) এফিলিয়েট মার্কেটিং ,রিভিউ ও ব্লগ লেখা, ডোমেইন পার্কিং, সাইট ফ্লিপিং, পিটিসি (পেইড টু ক্লিক), ফ্রিলেন্সিং আউট সোর্সিং ও ডাটা এন্ট্রি, সার্ভে রেফারাল " গ্লোবাল কম্পিউটার একাডেমী " এর আনলাইন আর্নিং প্রোগ্রাম ২০২১ সাল নাগাদ ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বাংলাদেশের বেকার সমস্যা সম্পূর্ণ দুরকরাসহ বিশ্ব তথ্য প্রযুক্তির ও শ্রম বাজারে মজবুত ভিত্তি তৈরি করবে বলে আমাদের বিশ্বাস৷

No comments:

Post a Comment